প্রিয় পাঠক, আপনি নিশ্চই গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ দেখার কোড অথবা গ্রামীণফোন এসএমএস কেনার কোড কত সেটা জানতে চাইছেন। যদি আমি ঠিক ধরে থাকি তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ এই নিবন্ধে আজকে আমরা আলোচনা করবো গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ দেখার কোড, গ্রামীণফোন এসএমএস কেনার কোড, গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার, গ্রামীণফোন মিনিট অফার ২০২৩ দেখার কোড এবং গ্রামীণফোন ব্যালেন্স চেক কোড কত। এছাড়াও আরো থাকছে গ্রামীণফোন এমবি চেক করার কোড এবং গ্রামীণফোন মিনিট অফার ও গ্রামীণফোন নাম্বার দেখা উপায়।
বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষ গ্রামীণফোন সিম ব্যবহার করে থাকে আর সে কারণেই আমাদের গ্রামীণফোনের বিভিন্ন রকমের অফার সম্পর্কে জানার প্রয়োজন হয়। তবে আমরা এমন অনেক মানুষ আছি যারা গ্রামীণফোন এর অনেক বিষয় সম্পর্কে সঠিক ভাবে জানিনা।

যেমন আমরা অনেকেই বুঝতে পারিনা যে, কিভাবে গ্রামীনফোন ইন্টারনেট প্যাকেজ চেক করতে হয়। কিভাবে গ্রামীণফোন এমবি অফার চেক করতে হয় এবং কিভাবে গ্রামীনফোনের ব্যালেন্স চেক করতে হয়। মূলত আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেল এর মাধ্যমে আমি গ্রামীণফোন রিলেটেড যে সমস্ত বিষয় রয়েছে তার সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।
আপনি যদি একজন গ্রামীণফোন ব্যবহারকারী হয়ে থাকেন এবং আপনি যদি গ্রামীণফোন এর অফার ও অফার চেক করার কোড গুলো সম্পর্কে জানতে চান। তাহলে আজকের এই নিবন্ধটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আজকের এই নিবন্ধটি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ সম্বন্ধে।
সুচিপত্র
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ দেখার কোড কত
গ্রামীণফোন সিম অপারেটর তাদের ব্যবহারকারীর জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ দিয়ে অফার থাকে, তবে আমরা অনেকেই জানিনা যে কিভাবে জিপি ইন্টারনেট প্যাকেজ কিনতে হয় এবং চেক করতে হয়। কারণ এই অফার গুলো চেক করার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু কোড ডায়াল করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না আপনি গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ দেখার কোড গুলো জানতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি জিপি ইন্টারনেট প্যাকেজ গুলো দেখতে পারবেন না এবং কিনতেও পারবেননা।

গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ কোড:
গ্রামীণফোনের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড: *১২১*১*৪#
- ইন্টারনেট প্যাকেজ বন্ধ করার কোড: *১২১*৩০৪১#
- Gp Internet Balance Check Code: *121*1*4#
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ দেখার নিয়ম:
আপনি যদি গ্রামীণ ফোন ইন্টারনেট প্যাকেজ (Grameenphone Internet Package) কিনতে চান তাহলে আপনার মোবাইলের ডায়াল অপশনে যান এবং টাইপ করতে করুন *১২১*১*৪#। যখন আপনি এই কোড টি ডায়াল করবেন তখন আপনার সামনে একটি পপ অফ উইন্ডো চলে আসবে এবং সেখানে আপনি গ্রামীণফোন এর বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ দেখতে পারবেন সাথে জিপি ইন্টারনেট প্যাকেজ কেনার কোড ও পাবেন। তখন আপনি আপনার পছন্দ মতো প্যাকেজ গুলো কিনে একটিভ করে নিতে পারবেন।
গ্রামীণফোন মিনিট অফার চেক করার কোড কত
উপরের আলোচনা থেকে আপনি গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ দেখার কোড সম্পর্কে জানতে পেরেছেন। এখন আমরা জানবো গ্রামীণফোন মিনিট অফার সম্পর্কে। গ্রামীণফোন ইন্টারনেট অফাররে পাশাপাশি গ্রামীণফোন মিনিট অফার ২০২৩ দিয়ে থাকেন। একজন গ্রামীণফোন ইন্টারনেট ব্যবহারকারী শুধুমাত্র তার গ্রামীণফোন সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করে তা কিন্তু নয় বরং বিভিন্ন সময় বিভিন্ন প্যাকেজ এর মিনিট কেনার প্রয়োজন হয়ে থাকে।
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ কিনতে বা চেক করতে যেমন একটি নিদৃষ্ট কোড ব্যবহার করতে হয় তেমনি গ্রামীণফোন মিনিট অফার চেক করার জন্যও কোড দরকার। আপনি কি জানেন গ্রামীণফোন মিনিট অফার চেক করার কোড কত।

গ্রামীণফোন মিনিট অফার চেক কোড:
গ্রামীণফোন মিনিট অফার চেক করার কোড হলো: *১২১*১*২#
- Gp Minute Check Code: *121*1*2#
গ্রামীণফোন মিনিট অফার চেক করার নিয়ম:
আপনি যদি গ্রামীণফোন সিমে মিনিট কিনে থাকেন তবে আপনার ফোন জিপি মিনিট ব্যালেন্স আর কত আছে এটা জানা প্রয়োজন পড়ে। সেক্ষেতের আপনি আপনার ফোন থেকে ডায়াল করুন *১২১*১*২# এই নাম্বারে। কিছুক্ষন অপেক্ষা করে পর দেখবেন আপনার ফোন একটা মেসেজ এসেছে। মেসেজ তা চেক করলেই আপনি দেখতে পারবেন আপনার জিপি সিমে আর কত মিনিট অবশিষ্ট আছে। আশা করি বুঝতে পেরেছেন।
গ্রামীণফোন এমবি অফার চেক করার কোড কত
বর্তমান সময়ে গ্রামীণফোন সিমের মধ্যে যেসব অফার রয়েছে এই সব অফাররে ভিতরে গ্রামীণফোন এমবি অফার খুবই জনপ্রিয়। আপনি যদি গ্রামীণফোন এমবি অফার নিয়ে থাকেন তাহলে আপনাকে জানতে হবে গ্রামীণফোন এমবি অফার চেক করার কোড কত। কারণ গ্রামীণফোন এমবি অফার চেক করার কোড ছাড়া আপনি জানতে পারবেননা যে আপনার গ্রামীণফোনে কত এমবি অফার আছে।

গ্রামীণফোন এমবি চেক করার কোড:
গ্রামীণফোন এমবি অফার চেক করার কোড হলো: *১২১*১*৪#
- Gp MB Balance Check Code: *121*1*4#
গ্রামীণফোন ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার কোড কত
গ্রামীণফোন ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার কোড কত সেটা সকল গ্রামীণফোন
সিম ব্যবহারকারীদের জেনে রাখা দরকার। কারণ অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে বলতে ফোন কেটে যাই। তারমানে আপনার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে এটা বোঝাই। তখন আপনার কথা অসমাপ্ত থেকে যাই।
আপনার অসমাপ্ত কথা যদি সমাপ্ত করতে চান তবে আপনাকে আবার টাকা রিচার্জ করতে হবে অথবা ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হবে। আর যখনি আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার কথা ভাববেন তখনি আপনাকে জানতে হবে কিভাবে গ্রামীণফোন ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয় এবং গ্রামীণফোন ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার কোড কত।
অন্যান্য সিম কোম্পানির মতো গ্রামীণফোন সিম কোম্পানিও গ্রামীণফোন ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার সুযোগ দেয়। আপনার জন্য বরাদ্দকৃত ইমার্জেন্সি ব্যালেন্স জানতে এই কোডটি ডায়াল করুন *121*1010*2#এবং গ্রামীণফোন ইমার্জেন্সি ব্যালেন্স পেতে নিচের দেয়া এই কোডটি ডায়াল করুন (চার্জ ফ্রি)।

গ্রামীণফোন ইমার্জেন্সি ব্যালেন্স চেক কোড:
গ্রামীণফোন ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার কোড: *১২১*১*৩#
- Get Gp Emergency Balance Code *121*1*3#
সকল গ্রাহক সর্বনিম্ন ১১ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবে। ভয়েস কল ও যেকোনো SMS-এর জন্য এই ইমার্জেন্সি ব্যালেন্স ব্যবহার করা যাবে। ইমার্জেন্সি ব্যালেন্স যেকোনো সময় ব্যবহার যাবে। পূর্বের ইমার্জেন্সি ব্যালেন্স পরিশোধ করার পর গ্রাহকগণ পুনরায় আবার ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
আপনার ফোন আপনি গ্রামীণফোন ইমার্জেন্সি ব্যালেন্স কত আছে তা চেক করতে পারবেন। এর জন্য আপনাকে জানতে হবে গ্রামীণফোন ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার কোড কত এবং কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে হয়। গ্রামীণফোন ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার কোড এবং কিভাবে আপনি গ্রামীণফোন ইমার্জেন্সি ব্যালেন্স চেক করবেন তার কোড নিচে দেয়া হলো:
গ্রামীণফোন ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার কোড: *121*1*3#
- Gp emergency Balance Check Code: *121*1*3#
গ্রামীণফোন ব্যালেন্স চেক করার কোড কত
আপনার গ্রামীণফোন সিমে এখন কত টাকা আছে সেটা আপনার জানার দরকার। কত টাকা আছে যদি জানতে চান তবে গ্রামীণফোন ব্যালেন্স চেক করার কোডটি ডায়াল করুন। কিত্তু আপনি যদি না জানেন যে গ্রামীণফোন ব্যালেন্স চেক করার কোড কত এবং কিভাবে চেক করতে হয় তবে কিভাবে জানবেন। এখন আমি আপনাকে জানাবো কিভাবে গ্রামীণফোন ব্যালেন্স চেক করতে হয় এবং গ্রামীণফোন ব্যালেন্স চেক কোড কত।
আপনি যদি জানতে চান যে আপনার গ্রামীণফোন সিমে কতটাকা ব্যালেন্স আছে তবে নিচের দেয়া এই কোডটি ডায়াল করুন এবং জেনে নিন কত টাকা আছে।

গ্রামীণফোন ব্যালেন্স চেক কোড:
গ্রামীণফোন ব্যালেন্স চেক কোড *৫৬৬#
- Gp Balance Check Code: *566#
গ্রামীণফোন এসএমএস কেনার কোড কত
যখন আপনি গ্রামীণফোন অপারেটর এর সিম ব্যবহার করবেন, তখন আপনার গ্রামীণফোন এসএমএস কেনার কোড কত এটিও জেনে রাখতে হবে কারণ গ্রামীণফোন সিমের ইন্টারনেট এবং মিনিট ব্যবহার করার পাশাপাশি এসএমএস ব্যবহার করার প্রয়োজনও হতে পারে। আর আপনি যদি গ্রামীণফোন এসএমএস কিনতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট একটি গ্রামীণফোন এসএমএস কেনার কোড ডায়াল করতে হবে।
এখন আমি আপনাদের শেয়ার করবো গ্রামীণফোন এসএমএস কেনার কোড কি এবং গ্রামীণফোন এসএমএস কেনার উপায়। আপনি যদি নিচের দেয়া কোডটি ব্যবহার করেন তবে খুব সহজেই জিপি এসএমএস কিনতে পারবেন।

গ্রামীণফোন এসএমএস কেনার কোড:
গ্রামীণফোন 100 এসএমএস প্যাকেজ:
আপনি যদি 100 এসএমএস প্যাকেজ টি কিনতে চান তাহলে আপনাকে যে কোড টি ডায়াল করতে হবে সেটি হল: *121*1015#. উক্ত এসএমএস প্যাকেজ টি আপনি ৭ টাকা দিয়ে কিনতে পারবেন। এবং এই প্যাকেজ এর মেয়াদ থাকবে মাত্র ৪ দিন। আপনি এই প্যাকেজটি একাধিকবার কিনতে পারবেন এবং এই অফারটি সকল গ্রামীণফোন সিম গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে। Grameenphone SMS Packages Code:
গ্রামীণফোন ২ টাকার এসএমএস প্যাকেজ:
গ্রামীণফোন সিমে ২৫ SMS পাওয়া যায় মাত্র ২ টাকায়। এই অফারটি মেয়াদ থাকে ৩ দিন। ২ টাকার প্যাকটি কিনতে হলে ডায়াল করতে হবে: * ১২১* ১০১৫* ২#
এছাড়াও আপনি গ্রামীণফোন এর ২০০ এসএমএস প্যাকেজ এবং ৫০০ এসএমএস এর প্যাকেজ টি কিনতে পারবেন। আপনি যদি এই এসএমএস প্যাকেজ টি কিনতে চান। তাহলে আপনাকে অবশ্যই MyGp অথবা Flexiplan নামক অ্যাপস টি ইন্সটল করতে হবে।
গ্রামীণফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ
প্রিয় পাঠক, উপরের গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আপনি গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ দেখার কোড গুলো সম্পর্কে জানতে পেরেছেন। আমি আপনাকে স্পষ্ট ভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি যে কিভাবে আপনি গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ অফার দেখতে পারবেন এবং দেখার কোড গুলো মাধ্যমে ইন্টারনেট একটিভ করতে পারবেন। এর পাশাপাশি আমি আপনাকে দেখিয়ে দেয়ার চেষ্টা করেছি যে কিভাবে আপনি আপনার গ্রামীণফোনের মিনিট অফার এবং এসএমএস এর অফার গুলো কিনবেন।
তবে গ্রামীণফোন সিমের কোম্পানি তাদের গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের গ্রামীণফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ অফার দিয়ে থাকে। আপনি যদি গ্রামীণফোন সিমের একজন নিয়মিত ব্যাবহারকারী হয়ে থাকেন তাহলে আপনি বেশ ভালো করেই জানবেন এই বিষয়ে যে প্রতি মাসে বিভিন্ন ধরনের গ্রামীণফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ এর অফার পাওয়া যায়।
এখন আমি সেই অফার গুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব এবং কোন কোড গুলো ডায়াল করার মাধ্যমে আপনি এই গ্রামীণফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ গুলো একটিভ করতে পারবেন, সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন এবার তাহলে সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

গ্রামীণফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ:
১৮ টাকায় ১ জিবি গ্রামীণফোন
আপনি চাইলে গ্রামীণফোন সিমে ১৮ টাকায় এক জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আর এই ইন্টারনেট প্যাকেজ টি একটিভ করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *121*5080#. আর এই কোড টি ডায়াল করার মাধ্যমে আপনি খুব সহজেই গ্রামীণফোন এর ১৮ টাকায় ১ জিবি ইন্টারনেট প্যাকেজটি একটিভ করতে পারবেন।
২৭ টাকায় ১ জিবি গ্রামীণফোন
আপনি যদি গ্রামীণফোনের ২৭ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার ব্যবহার করতে চান। তাহলে আপনাকে *121*5299# ডায়াল করতে হবে। এবং আপনি যখন আপনার গ্রামীণফোন সিমে এই ইন্টারনেট প্যাকেজ টি এক্টিভ করবেন। তখন আপনি উক্ত ইন্টারনেট গুলো সাত দিন পর্যন্ত মেয়াদ পাবেন।
৩০ টাকায় ১ জিবি গ্রামীণফোন
গ্রামীণফোন এর বিশেষ একটি ইন্টারনেট অফার রয়েছে। আর সেটি হল আপনি মাত্র ৩০ টাকায় ১ জিবি ইন্টারনেট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তবে এই বিশেষ ইন্টারনেট অফার টি ব্যবহার করার জন্য আপনাকে *121*3843# ডায়াল করতে হবে।
১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন
আপনি ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট প্যাকেজ টি ৩০ দিন মেয়াদী হিসেবে ব্যবহার করতে পারবেন। আর সেজন্য আপনাকে *121*5453# ডায়াল করতে হবে।
১৪ টাকায় ১ জিবি গ্রামীণফোন
মাত্র ১৪ টাকায় 1 জিবি ইন্টারনেট অফার কিনতে আপনাকে *121*5030# ডায়াল করতে হবে। এবং এই কোড টি ডায়াল করার মাধ্যমে আপনি উক্ত ইন্টারনেট প্যাকেজ টি একটিভ করতে পারবেন।
৮ টাকায় ১ জিবি গ্রামীণফোন কোড
মাত্র ৮ ঘন্টা এর জন্য ৮ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার টি কেনার জন্য আপনাকে *121*3234# ডায়াল করতে হবে।
১১ টাকায় ১ জিবি গ্রামীণফোন কোড
*121*5450# এই কোড টি ডায়াল করার মাধ্যমে। আপনি মাত্র ১১ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার এর প্যাকেজ টি একটিভ করতে পারবেন।
২৫ টাকায় ১ জিবি গ্রামীণফোন
যদি আপনি এক জিবি ইন্টারনেট মাত্র ২৫ টাকায় কিনতে চান। তাহলে আপনাকে মাই জিপি এপ্স টি আপনার ফোনে ইন্সটল করতে হবে। এবং সেখান থেকে আপনি এই ইন্টারনেট প্যাকেজ টি কিনে নিতে পারবেন।
৯ টাকায় ১ জিবি গ্রামীণফোন কোড
*121*5001# এই কোডটি ডায়াল করার মাধ্যমে। আপনি মাত্র ৯ টাকা দিয়ে গ্রামীণফোন এর ১ জিবি ইন্টারনেট এর অফার ব্যবহার করতে পারবেন।
গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার কত
যখন আপনি গ্রামীণফোন ব্যবহার করবেন তখন আপনার গ্রামীণফোন সিমে বিভিন্ন প্রকারের সমস্যা দেখা দিবে আর এটাই স্বাভাবিক। তবে এই সমস্যা গুলোর সমাধান করার জন্য অনেক সময় আমাদের গ্রামীণফোন কাস্টমার কেয়ার কেয়ারে ফোন দেয়ার প্রয়োজন হয়। তবে আমরা অনেকেই গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার জানিনা। আপনি যদি না জানেন তবে এখনই এখন থাকে জেনে নিন।

গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার
- পণ্য এবং পরিষেবা সম্পর্কিত গ্রাহক পরিষেবা = 121
- অভিযোগের জন্য গ্রাহক পরিষেবা = 158
- প্রশ্ন, অনুরোধ এবং অভিযোগের জন্য গ্রাহক পরিষেবা = insta.service@grameenphone.com
- গ্রাহক সেবা লাইভ সঙ্গে চ্যাট = http://www.grameenphone.com/customer-service/online-customer-service
- অন্য অপারেটর নম্বর থেকে কল করার জন্য হটলাইন = 01711594594
- রোমিংয়ে থাকাকালীন জিপি গ্রাহকদের জন্য গ্রাহক পরিষেবা হটলাইন = 01700100121
- মোবিক্যাশ সার্ভিস ও নির্ভয় ইন্স্যুরেন্স = 21200
- হেলথলাইন = 20000
- স্বাগতম টিউন সার্ভিস = 4000
- অভিবাসন: নিশ্চিন্ত, বন্ধু, ডিজুস = 24444
আমাদের শেষ কথা:
আজকে আমরা এই নিবন্ধটি থেকে জানতে পারলাম যে গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ দেখার কোড, গ্রামীণফোন মিনিট অফার ২০২৩ চেক করার কোড, গ্রামীণফোন, এমবি অফার চেক করার কোড, গ্রামীণফোন ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার কোড, গ্রামীণফোন ব্যালেন্স চেক কোড, গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ কোড, গ্রামীণফোন এমবি চেক করার কোড, গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার, গ্রামীণফোন এসএমএস কেনার কোড, গ্রামীণফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ।
এই ধরণের শিক্ষা মূলক পোস্ট নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইট TopTechNewsBD.com নিয়মিত ভিসিট করুন। আজকের পোস্ট সম্পর্কে আপনার যদি কোনো অভিযোগ অথবা মতামত থাকে এবং আপনার যদি আরো কিছু জানার থাকে তবে কমেন্ট বক্সে আমাদের জানান। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।