রবি বন্ধ সিম অফার চেক করার কোড

আপনি এই নিবন্ধটি পড়ছেন তার মানে হলো আপনি রবি বন্ধ সিমের অফার জানার কোড জানতে চান এবং জানতে চান রবি বন্ধ সিম চালু করার নিয়ম। যদি তাই হয় তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ এই নিবন্ধটিতে আজ আমরা আলোচনা করবো রবি বন্ধ সিম চালু করার উপায়, রবি বন্ধ সিম অফার, রবি মিনিট চেক কোড, রবি ইন্টারনেট অফার কোড এবং রবি কাস্টমার কেয়ার নাম্বার

এছাড়াও রবি সিমের বিভিন্ন আকর্ষণীয় রবির বন্ধ সিমের অফার, মিনিট প্যাকেজ, ইন্টারনেট প্যাকেজ ইত্যাদি নিয়ে এই পোস্টি সাজানো হয়েছে। আপনি যদি রবি সিম ব্যাবহারকারী হন তবে আপনি অবশ্যই জানবেন যে রবি বন্ধ সিমে দারুন সব অফার দিয়ে থাকে।

রবি হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নেটওয়ার্ক। এটি এয়ারটেল ও রবি যোথ সংযোজকের মধ্যে কাজ করে যাচ্ছে। এখন রবি বন্ধ সিম চালু করলেই রবি দিচ্ছে আকর্ষণীয় ইন্টারনেট ও রবি মিনিট অফার। আজ আমরা রবি বন্ধ সিম অফার ও বন্ধ সিম অফার চেক কোড এবং রবি সিমের প্রয়োজনীয় ইউএসএসডি কোড সম্পর্কে জানবো।

Table of Contents

বন্ধ সিম কি?

দীর্ঘদিন ধরে কোনো সিম ব্যবহার না করলে বা আপনার সিমের ব্যালেন্সএর মেয়াদ দীর্ঘদিন শেষ হয়ে গেলে তাকে বন্ধ সিম বলা হয়। বর্তমানে সকল সিম কোম্পানি বন্ধ সিম চালু করাতে আকর্ষণীয় ইন্টারনেট ও রবি মিনিট অফার দিয়ে থাকে। তেমনই রবিও তাদের বন্ধ সিম এক্টিভেশনে নানান অফার রেখেছে। এখন আমরা রবির বন্ধ সিমের অফার সম্পর্কে জানবো।

রবির বন্ধ সিমের অফার ২০২৩

রবির বন্ধ সিম চালু করে রবির ৪.৫ জি নেটওয়ার্কে ফিরলেই রবির পক্ষ থেকে পেয়ে যাবেন দারুন সব অফার। নিচে কিছু অফার নেওয়ার নিয়ম ও আর কোড দেয়া হলো।

রবি বন্ধ সিম অফার ৫.৫ জিবি। আপনার বন্ধ রবি সিমটি পুনরায় চালু করে ৪৮ টাকা রিচার্জ করলেই পেয়ে যাবেন রবির বন্ধ সিম অফারটি।

  • ৫.৫ জিবি ইন্টারনের ৪৮ টাকা রিচার্জেএ।
  • অফারটি পাচ্ছেন ৫ দিন মেয়াদে।
  • অফারটি একবার নেওয়ার জন্য প্রযোজ্য।
  • আপনার রবি ইন্টারনেট ব্যালেন্স চেক করুন *৩# ডায়াল করে।

রবি বন্ধ সিমের অফার জানার কোড

রবি বন্ধ সিম অফার চেক করার কোড হলো: *৮০৫০#

আপনি যদি জানতে চান যে রবি বন্ধ সিমের অফার জানার কোড কত অথবা রবি বন্ধ সিমের অফার জানার উপায়? তাহলে আমি আপনাকে বলবো আপনার ফোন থেকে *৮০৫০# ডায়াল করুন। *৮০৫০# এ ডায়াল করে রবি বন্ধ সিম অফার চেক করতে পারবেন।

রবি বন্ধ সিম অফার চেক করার কোড

অথবা মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন A এবং আপনার নম্বর, তারপরে পাঠিয়ে দিন ৮০৫০ নম্বরে। এভাবেও রবি বন্ধ সিম অফার চেক করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে রবি বন্ধ সিমের অফারের সমস্ত স্ট্যাটাস জানতে পারবেন।

রবি বন্ধ সিম অফার – ৪ জিবি সাথে ১২০ মিনিট

আপনার বন্ধ রবি সিমটি চালু করলেই ৪ জিবি সাথে ১২০ মিনিট অফারটি উপভোগ করতে পারবেন। এছাড়াও আরো অনেক অফার উপভোগ করতে এখনই যোগ দিন রবি ৪.৫ জি নেটওয়ার্ক এ।

  • প্যাকটি পেতে হলে ১১৯ টাকা রিচার্জ করতে হবে।
  • অফারটি পাচ্ছেন ৩০ দিন মেয়াদে।
  • আপনার রবির মিনিট ব্যালেন্স চেক করতে ডায়াল *০# বা *২২২*২#
  • আপনার রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করুন *৩# ডায়াল করে।
  • অফারটি পুনরায় ক্রয় যোগ্য।

রবি বন্ধ সিম অফার ৬ জিবি ইন্টারনেট

রবি তার বন্ধ সিম পুনরায় চালু করা গ্রাহকদের জন্য রাখছে ৪১ টাকা রিচার্জে ৬ জিবি ইন্টারনেট।

  • অফারটি পেতে সিম এক্টিভেশনের পর ৪১ টাকা রিচার্জ করুন।
  • অফারটি পাবেন ৭ দিন মেয়াদে।
  • অফারটি এক বারই ক্রয় যোগ্য।
  • আপনার রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করুন *৩# ডায়াল করে।

উপরোক্ত অফারগুলি ছাড়াও রবির পক্ষ থেকে বন্ধ সিমের জন্য একটি স্পেশাল অফার দেয়া হয় । যেটি সবাই নিতে পারে না শুধুমাত্র যাদের কাছে ওই অফারের এসএমএস যাই তারাই অফারটি নিতে পারে। নিচে অফারটির বিবরণ ও নেয়ার কোড দেয়া হলো।

রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি

রবির পক্ষ থেকে বন্ধ সিম ইউজারদের জন্য এটাই সবচেয়ে ধামাকা অফার। অফারটি সবার জন্য প্রযোজ্য নয়। রবি ৯ টাকায় ১ জিবি কোড ২০২৩ পেতে নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করতে হবে। রবি ৯ টাকায় ১ জিবি কোড *123*098#। এটি VAT, SD, এবং SC অন্তর্ভুক্ত।

রবি বন্ধ সিম অফার চেক করার কোড
রবি বন্ধ সিম অফার ‌৯ টাকায় ১ জিবি
  • প্রথমে আপনি অফারটি পাবেন কিনা সেটি চেক করতে আপনার মোবাইলের ম্যাসেজ অপসন এ গিয়ে A লিখে স্পেস দিয়ে আপনার রবি নাম্বারটি লিখে পাঠিয়ে দিন ৮০৫০ নাম্বারে।
  • রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি অফারটি যদি আপনার জন্য প্রযোজ্য হয় তাহলে ফিরতি SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে।
  • প্যাকটি একটিভ করতে ডায়াল *৮৪৪৪*০৯#
  • প্যাকটির মূল্য ৯ টাকা (১৮% ট্যাক্স সহ )
  • প্যাকটি ক্যাম্পেইন চলাকালীন যতখুশি ততবার নিতে পারবেন।
  • এই প্যাকটির ইন্টারনেট রাত ১২ টা থেকে বিকাল ৫ টা প্রযন্ত সময়সীমার মধ্যে ব্যবহার করতে পারবেন। সময়সীমা টি ৫ দিন পর্যন্ত থাকবে।
  • প্যাকটি পাবেন ১০ দিন মেয়াদে।

রবি বন্ধ সিমের অফারে ৯ টাকায় ১ জিবির পাশাপাশি পেয়ে যাবেন আধা পয়সা /এক পয়সার স্পেশাল কল রেট। অফারটি বন্ধ সিম এক্টিভেশন এর পর যেকোনো এমাউন্ট রিচার্জে চালু করা যাবে। নিচে অফারটির বিবরণ দেয়া হলো :-

রবি বন্ধ সিমে স্পেশাল কল রেট

  • এক পয়সা /সেকেন্ড ২৪ ঘন্টা যেকোনো রবি নম্বর এ।
  • অফারটি পাবেন ১০ দিন মেয়াদে।
  • আধা /পয়সা সেকেন্ড ২৪ ঘন্টা যেকোনো রবি নাম্বারে ।

রবি বন্ধ সিম অফার চেক করার নিয়ম

রবি বন্ধ সিম পুনরায় চালু করলে রবি থেকে রবি ইউজারদের বিভিন্ন অফার দেয়া হয়। কিছু কিছু অফার এসএমএস এর মাধ্যমে জানানো হয় ,আবার কিছু কিছু অফার ইউএসএসডি কোড দ্বারা জেনে নিতে হয়। আপনি অফারটি পাবেন কিনা সেটা জানার জন্য কিছু কোড আছে।

রবি বন্ধ সিম অফার চেক করার কোড
রবি বন্ধ সিম অফার চেক করার নিয়ম

রবি বন্ধ সিম অফার চেক করার উপায় :-

  • রবি বন্ধ সিম অফার চেক কোড হচ্ছে *২২২*২#
  • ৯ টাকাই ১ জিবি অফারটি পাবেন কিনা সেটি চেক করতে আপনার মোবাইলের ম্যাসেজ অপসন এ গিয়ে A লিখে স্পেস দিয়ে আপনার রবি নাম্বারটি লিখে পাঠিয়ে দিন ৮০৫০ নাম্বারে।
  • রবির সব কয়টি অফার এভাবেই চেক করতে হয়।

রবিতে 1 জিবি কত টাকা?

রবি দিয়ে থাকে সবচেয়ে কম দামে ১ জিবি ডাটা। ইন্টারনেট ব্যাবহার কারীদের মধ্যে বেশিভাগ লোক ১ জিবির ডাটা প্যাকটি ব্যবহার করে। রবিতে আপনি ১ জিবি ডাটার রেগুলার ও আনরেগুলার এই দুই ধরণের প্যাকেজ পেয়ে যাবেন। নিচে ১ জিবি ডাটার দাম ও ইউএসএসডি কোড দেয়া হলো :-

রবি ১১ টাকায় ১ জিবি কোড

  • রবি দিচ্ছে ১১ টাকা রিচার্জে ১ জিবি।
  • অফারটি পাবেন ৭ দিন মেয়াদে।
  • অফারটি ১ বার নিতে পারবেন।
  • অফারটি নিতে *২১২৯১*৬৯৯# ডায়াল করুন।

রবি ১২ টাকায় ১ জিবি কোড

  • অফারটি নিতে ১২ টাকা রিচার্জ করুন।
  • অফারটি পাবেন ৩ দিন মেয়াদে।
  • অফারটি ১ বার নিতে পারবেন।

রবি ১৭ টাকায় ১ জিবি কোড

  • অফারটি আপনার মূল ব্যালেন্স দিয়ে কিনে নিতে হবে।
  • অফারটি পাবেন ৭ দিন মেয়াদে।
  • অফারটি নিতে *২১২৯১*৬১৭# ডায়াল করুন।

রবি ২৩ টাকায় ১ জিবি কোড

  • অফারটি আপনার মূল ব্যালেন্স দিয়ে কিনে নিতে হবে।
  • অফারটি পাবেন ৩ দিন মেয়াদে।
  • অফারটি নিতে ডায়াল করুন *১২৩*২৩০#

রবি ৩২ টাকায় ১ জিবি কোড

  • অফারটি নিতে আপনার রবি সিমএ ৩২ টাকা রিচার্জ করুন।
  • অফারটি পাবেন ৩ দিন মেয়াদে।
  • অফারটি রেগুলার হওয়ায় কোনো ব্যবহারের সময়সীমা নাই।

রবি ৪৮ টাকায় ১ জিবি কোড

  • এই অফারটি শুধু ৪.৫ জি নেটওয়ার্ক এ ব্যবহার করা যাবে।
  • অফারটি পাচ্ছেন ৩ দিন মেয়াদে।
  • অফারটি নিতে ডায়াল করুন *১২৩*৪৮#

রবি ৮০ টাকায় ১ জিবি কোড

  • অফারটি আপনার মূল ব্যালেন্স দিয়ে কিনে নিতে হবে।
  • অফারটিতে পাচ্ছেন ৩০ দিন মেয়াদ।
  • অফারটি নিতে ডায়াল করুন *১২৩*৩*৩#

রবিতে ৩০ জিবি কত?

আমরা অনেকে এমন আছি যারা এক মাসের নেট একবারে নিতে চাই। কারণ এক মাসে অনেক বার নেট কিনলে খরজ বেশি হয়। সেজন্য রবি নিয়ে এসেছে ৩০ দিনের ৩০ জিবি সহ ৩০ দিনের মিনিট ও বান্ডিল অফার। এখন আমরা সেসব অফার সম্পৰ্কে বিস্তারিত জানবো।

রবি ৩০ দিনে ৩০ জিবি কোড

রবি দিচ্ছে রবি সিম ইউজারদের জন্য কম দামে ৩০ দিনে ৩০ জিবি ডাটা প্যাক। অফারটির বিবরণ :-

  • প্যাকটির মূল্য ৩৪৯ টাকা।
  • প্যাকটি পাবেন ৩০ দিনের জন্য।
  • প্যাকটি নিতে ডায়াল *২১*৯২১#

রবি ২৫ জিবি ৬০০ মিনিট প্যাকেজ

বাংলাদেশের দ্বিতীয় শক্তিশালী নেটওয়ার্ক রবি দিচ্ছে ২৫ জিবি + ৬০০ মিনিট কম্বো মাত্র ৯৯৯ টাকায়। অফারটির বিবরণ :-

  • অফারটির মূল্য ৯৯৯ টাকা।
  • অফারটি পাবেন ৩০ দিন মেয়াদে।
  • অফারটি নিলে পাবেন ৫০ টাকা ক্যাশব্যাক।

এছাড়াও রবিতে পাবেন সেরা সাপ্তাহিক ইন্টারনেট অফার। সাপ্তাহিক অফারের মধ্যে ১১৪ টাকায় ১০ জিবি অফারটি বেশি মানুষ ব্যবহার করে।

রবিতে ১১৪ টাকায় কত এমবি?

রবি সিম এ পাবেন ১১৪ টাকায় ১০ জিবি ডাটা প্যাক। নিচে তার বিবরণ দেয়া হলো :-

  • অফারটির মূল্য ১১৪ টাকা।
  • অফারটি পাবেন ৭ দিন মেয়াদে।
  • অফারটির ইন্টারনেট ব্যাবহারে কোনো সময়সীমা নাই।
  • অফারটি পেতে ডায়াল করুন *১২৩*৩৩৪৩#.

এত সময় আমরা জেনেছি রবির বিভিন্ন বন্ধ সিম অফার ও রবি বন্ধ সিম অফার কোড সম্মন্ধে। এখন আমরা নিচে রবির কাস্টমার সার্ভিস সম্পৰ্কে জানবো।

রবি কাস্টমার কেয়ার নাম্বার

রবি কাস্টমার কেয়ার নাম্বার হলো 01819-400400। রবি কাস্টমার সার্ভিস হলো একটি গ্রাহক কেন্দ্রিক পরিষেবার কেন্দ্র। যেখানে রবির গ্রাহকরা ফোন করে তাদের সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানাতে পারে। দেশের সর্বত্রই রবির কাস্টমার সার্ভিস ২৪ ঘন্টা খুলা থাকে।

রবি বন্ধ সিম অফার চেক করার কোড
রবি কাস্টমার কেয়ার নাম্বার

নিম্নে রবির কাস্টমার সার্ভিসএ যোগাযোগ করার নাম্বার দেয়া হলো :

  • ডোর স্টেপ সার্ভিস পেতে ডায়াল *১২৩*৮*৫#
  • কল সেন্টার এ ডায়াল ১২১ নাম্বার এ।
  • এসএমএস সার্ভিস পেতে এসএমএস করুন ৮১২৩ নাম্বার এ।

রবি ই- মেইল কাস্টমার সার্ভিস

আমরা অনেকেই আছি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। রবি নিয়ে এল অ্যান্ড্রয়েড ফোনে ই-মেইলের মাধ্যমে কাস্টমার সার্ভিস উপভোগ করার সুযোগ। অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট ব্যাবহারকারীরা ই -মেইলের মাধ্যমে তাদের সুবিধা ও অসুবিধা রবির কাস্টমার কেয়ার এ জানাতে পারে। রবির কাস্টমার কেয়ার ই-মেইলটি নিম্নে দেয়া হলো: E-MAIL=123@robi.com.bd

রবি সিমের নাম্বার দেখার কোড কতো?

রবি সিমের নাম্বার দেখার কোড হলো *২ #। রবি সিমের অনেক গ্রাহক তাদের নিজেদের সিম নাম্বার বলতে পারেনা। তখন তারা অন্যদের কাছে জানতে চাই রবি নাম্বার কিভাবে দেখে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো রবি সিমের নাম্বার দেখার নিয়ম।

রবি বন্ধ সিম অফার চেক করার কোড
রবি সিমের নাম্বার দেখার কোড
রবি সিমের নাম্বার দেখার নিয়ম হলো:

আপনি যদি রবি সিমের নাম্বার দেখতে চান তবে আপনার ফোন থেকে ডায়াল করুন *২#। একটু অপেক্ষা করুন। তার পরে দেখবেন রবি সিমের নাম্বার আপনার ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে।

রবি মিনিট চেক কোড কত?

রবি সিমে মিনিট ক্রয় করার পর ব্যালেন্সে কত মিনিট আছে সেটা জানার জন্য রবি মিনিট চেক কোড এর প্রয়োজন হয়। কিন্তু অনেকেই জানেনা যে রবি মিনিট চেক কোড কত। রবি মিনিট চেক কোড হলো *222*25#।

রবি বন্ধ সিম অফার চেক করার কোড
রবি মিনিট চেক করার কোড কত
রবি সিমে মিনিট দেখার নিয়ম:

আপনি যদি রবি সিমের মিনিট বেলেন্স কত আছে তা চেক করতে চান তবে আপনার ফোনের ডায়াল পেডে *222*25# তুলুন এবং ডায়াল করুন। রবি মিনিট চেক করার কোড ডায়াল করে একটু অপেক্ষা করতে হবে। কিছুক্ষন পরে আপনার ফোনের স্কিনে রবি সিমে কত মিনিট বেলেন্স আছে তা ভেসে উঠবে।

রবি সিমের এমবি দেখে কিভাবে

অন্য সিমের তুলনায় রবি ইন্টারনেট অফার একটু বেশি দেয়। রবি সিমের এমবি দেখে কিভাবে এটা অনেকেই জানেনা। রবি সিমের এমবি চেক কোড হলো :*8444*88# অথবা *222*81#।

রবি সিমের এমবি দেখার নিয়ম হলো:

আপনি যদি রবি সিমের এমবি কত আছে তা জানতে চান তবে আপনাকে আপনার ফোনের ডায়াল পেডে *8444*88# অথবা *222*81#এই কোডটি তুলতে হবে এবং ডায়াল করতে হবে। রবি সিমের এমবি চেক কোড ডায়াল করার পর একটু অপেক্ষা করতে হবে। কিছুক্ষন পরে আপনার ফোনের স্কিনে ভেসে উঠা মেসেজের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার রবি সিমের কত এমবি এখনো অবশিষ্ট আছে।

রবি সিমে টাকা লোন নেওয়ার কোড

ফোন কথা বলার আগে আমরা কেউ ফোনের ব্যালেন্স চেক করিনা। ব্যালেন্স চেক না করে গুরুত্বপূর্ণ কথা বলার সময় ফোনের ব্যালেন্স শেষ হয়ে গিয়ে ফোন কেটে যাই। তখন আপনাকে রবি সিম থেকে টাকা লোন নিতে হবে। রবি সিমে টাকা লোন নেওয়ার কোড কত এটা যদি আপনি না জানেন তবে আপনি পড়বেন আরেক ঝামেলায়।

রবি বন্ধ সিম অফার চেক করার কোড
রবি সিমে টাকা লোন নেওয়ার কোড

তাই আপনি যদি রবি সিম ব্যবহার করেন তবে ব্যালান্স শেষ হওয়ার ঝুঁকি থেকে নিরাপদ থাকতে রবি সিমে টাকা লোন নেওয়ার কোড কত সেটা জেনে রাখতে হবে। রবি সিমে টাকা লোন নেওয়ার কোড হলো : *১২৩*০০৭#। এই কোডটি ডায়াল করে আপনি যেকোনো সময় রবি সিম দিয়ে টাকা লোন বা ধার নিতে পারবেন।

উপসংহার

আসা করি এখন রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি খুব সহজেই কিনতে পারবেন এবং রবি বন্ধ সিমের অফার জানার উপায়, রবি মিনিট চেক, রবি বন্ধ সিমের অফার জানার কোড, রবি বন্ধ সিম চালু করার নিয়ম এবং রবি ইন্টারনেট অফার সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছেন। আপনার যদি রবি বন্ধ সিমের অফার এবং রবি নতুন সিমের অফার সম্পর্কে আরো কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আমাদের এই ওয়েবসাইটি রবির ও অন্য সকল সিমের অফার নিয়ে রেগুলার পোস্ট করা হয়। পরবতীতে রবি বন্ধ সিমের অফার ও কোড জানতে নিয়মিত আমাদের সাথেই থাকুন। এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *